সুষ্ঠু নির্বাচনের জন্য দলগুলোর সংযত হওয়া জরুরি : অধ্যাপক শাহেদা

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারি দল এবং বিরোধী দলগুলোর সংযত হওয়া উচিত। তবে তৃতীয় পক্ষ বা বাইরের উস্কানিও রয়েছে এই নির্বাচন বানচাল করার জন্য। তৃতীয় পক্ষ এসে পড়লে সেটি কারো জন্য সুখকর হবে না। তাই সবার উচিত হবে তৃতীয় পক্ষের ফাঁদে পা না দেয়া। একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।