শিক্ষকের মর্যাদা কখনো কমে না

‘যা কিছু রটে তার কিছু হলেও বটে’ প্রচলিত প্রবাদ অনুযায়ী বলতেই পারি ভিকারুননিসায় যা কিছু ঘটে গেছে তার কিছু হলেও তো সত্য বটে! অর্থাৎ শিক্ষক নিয়ম অনুযায়ী যা কিছু করার করেছেন। নিয়মের বাইরে কেউই নয়। তবু অরিত্রীর বয়সটা অন্তত বিবেচনায় আনা উচিত ছিলো। মানছি, মা-বাবার দিক থেকেও অবহেলা ছিলো, না হলে মোবাইল ফোন নিষেধ সত্ত্বেও ক্লাসে ফোন নিয়ে ঢুকবে কেন? আমার দিক থেকে যদি বলি, তবে বলতে হয়, আমিও একজন মা আর এই মায়ের জায়গায় দাঁড়িয়ে আমি আমার মেয়েকে মোবাইল ফোন নিয়ে যেতে নিষেধ করতাম। সবচেয়ে বড় ভুল অরিত্রীর মা-বাবার, এই বয়সী একটা মেয়েকে তারা কেন মোবাইল ফোন কিনে দিলেন? সে দায় তাদেরই। সন্তানের সাথে মায়ের যোগাযোগের অভাব থাকলে আর কি বাকি থাকে ভুলের? না, থাকে না। কারণ মা-ই প্রথম শিক্ষক, প্রথম বন্ধু। এই অভাব কেন থাকবে ছেলেমেয়েদের মাঝে? সেই জায়গায় আমরা অভিভাবকরা একশ ভাগ দায়ী।